কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল ‘আটক’- দাবি স্বজনদের

|

নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলকে ডিবি পুলিশ আটক করেছে বলে দাবি করেছে তার স্বজনরা।

বৃহস্পতিবার বিকালে সাদা পোশাকে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে যায় বলে দাবি করেছেন তাদের। একই দাবি বাদলের ঘনিষ্ঠ সহযোগী চরএলাহী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের।

বিকেল বেলা সাদা পোশাকে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে যায় বলে দাবি তার। তবে এবিষয়ে এখনও কোনও বিবৃতি দেয়নি প্রশাসন।

এর আগে, বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

এর আগে মঙ্গলবার (৯ মার্চ) বিকেল থেকে রাত পর্যন্ত দফায় দফায় চলা সংঘর্ষে একজন নিহত হয়। ১১ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আর ফেব্রুয়ারির ২০ তারিখে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply