মহাখালীতে ৫০ বেডের ডায়ালাইসিস সেন্টার নির্মাণের ঘোষণা আতিকুলের

|

মহাখালীতে ৫০ বেডের একটি কিডনি ডায়ালাইসিস সেন্টার নির্মাণের ঘোষণা: আতিকুল

মহাখালীতে ৫০ বেডের একটি কিডনি ডায়ালাইসিস সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার সকালে শ্যামলীতে কিডনি ইনস্টিটিউটে আন্তর্জাতিক কিডনি দিবসের র‍্যালি উদ্বোধনের আগে তিনি এ কথা বলেন।

মেয়র জানান, উত্তর সিটি সবচেয়ে কম মূল্যে ডায়ালাইসিস সেবা দেবে। উত্তর সিটি করপোরেশনের সব হাসপাতাল যদি মশার ওষুধ ছিটানোর আবেদন করে তাহলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মেয়র।

এ সময় কিডনি ইনস্টিটিউটের পরিচালক ডা. মিজানুর রহমান বলেন, বয়স ৪০ এর বেশি হলেই নিয়মিত পরীক্ষা করালে কিডনি রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা না গেলে কিডনি রোগের ঝুঁকি বেশি থাকে। কিডনি দিবসের র‍্যালিটি হাসপাতালের সামনের সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply