বসুরহাটে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আটক ২৮

|

বসুরহাটে আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষ, আটক ২৮

নোয়াখালীর বসুরহাটে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় আটক ২৮ জনকে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এছাড়া ৯৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত দেড়শ’ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। তবে, একজন নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি। সংঘর্ষের পর বসুরহাটে আজ ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য পৌর এলাকায় টহল দিচ্ছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের ওপর হামলার প্রতিবাদে গতকাল বিকেলে রূপালী চত্বরে সমাবেশের আয়োজন করে সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল গ্রুপ। সমাবেশের শেষ দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বসুরহাট পৌসরভার মেয়র আব্দুল কাদের মির্জা গ্রুপের সাথে বাদল গ্রুপের সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে সংঘর্ষ চলে রাত ১০ টা পর্যন্ত।

এ সময় নিহত হন আলাউদ্দিন নামে এক ব্যক্তি। গুলিবিদ্ধ ১৩ জন’সহ আহত হন অন্তত ২৭ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply