ইরানের আরও দুই কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

|

ইরানের আরও দুই কর্মকর্তা ও তাদের পরিবারের ওপর নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আসে এ ঘোষণা।

পররাষ্ট্র মুখপাত্র নেড প্রাইস জানান, নিষেধাজ্ঞার কবলে পড়েছেন ইরানের রেভ্যুলেশনারি গার্ড- আইআরজিসি’র দুই কর্মকর্তা।

২০১৯ ও ২০২০ সালের বিক্ষোভের সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। নিষেধাজ্ঞার ফলে আলি হেমাতিয়ান ও মাসৌদ সাফদারি ও তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।

চীনের জিনজিয়ানে উইঘুরদের ওপর নির্যাতন প্রসঙ্গেও কথা বলে প্রাইস। জানান, উইঘুরে মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান পাল্টানোর মতো কোনো কিছু করেনি চীন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply