আবারও রাজপথে বেসরকারি শিক্ষকরা, প্রেসক্লাবের সামনে চলছে বিক্ষোভ

|

আবারও রাজপথে বেসরকারি শিক্ষকরা, প্রেসক্লাবের সামনে চলছে বিক্ষোভ

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি থেকে শিক্ষকরা বলেন, সারাদেশে প্রায় ৪ হাজার প্রতিষ্ঠান এমপিওভুক্ত নয়। যদিও ২০১২ সালের আগে যথাযথ নিয়ম মেনে স্থাপিত ও আবেদন করা হয়েছে এমন প্রতিষ্ঠানকে জাতীয়করণ করার ঘোষণা দিয়েছিলো সরকার।

২০১৩ সালে ২৬ হাজার ১৯৩ টি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হলেও এগুলো বাদ পড়ে যায়। এতে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বেতন না পাওয়ায় দুর্বিষহ জীবনযাপন করছেন। এ অবস্থায় দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply