নিজেদের বাল্যবিয়ে বন্ধ করা ৩ শিক্ষার্থীকে সংবর্ধনা

|

স্টাফ রিপোর্টার:

আন্তর্জাতিক নারী দিবসে নাটোরের গুরুদাসপুরে সংবর্ধনা দেয়া হয়েছে নিজেদের বাল্য বিয়ে বন্ধ করা ৩ শিক্ষার্থীকে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে নারী দিবসের আলোচনা সভায় সপ্তম শ্রেণি, নবম শ্রেণি ও দশম শ্রেণির ৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

বিভিন্ন সময়ে এই ৩ শিক্ষার্থী সরাসরি ইউএনওকে ফোন দিয়ে নিজেদের বাল্য বিয়ে বন্ধ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসসহ প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক ও নারী নেতৃবৃন্দ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply