দুতের্তের বিদ্রোহী কমিউনিস্ট হত্যার নির্দেশের পর নিহত ৯

|

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। ফাইল ছবি

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে দেশকে কম্যুনিস্ট বিদ্রোহীমুক্ত করার নির্দেশনা দেয়ার দু’দিনের মাথায় পুলিশি অভিযানে প্রাণ গেলো ৯ অধিকারকর্মী-শ্রমিকনেতার।

গেলো দু’দিনে রাজধানী ম্যানিলাসহ দেশটির তিনটি প্রদেশে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। প্রাণহানির পাশাপাশি আটক হয়েছেন আরও ৬ জন।

পুলিশ বিভাগ জানিয়েছে, মোট ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিলো। তাদের ধরতেই ছিলো এ অভিযান। এ সময় অনেকে গ্রেফতার এড়ানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। অবশ্য, প্রশাসনিক এ বিবৃতি প্রত্যাখ্যান করছে মানবাধিকার সংগঠনগুলো। তাদের অভিযোগ, হেফাজতে নিয়ে হত্যা করা হয় বন্দিদের।

এর আগেই, প্রেসিডেন্ট কম্যুনিস্ট বিদ্রোহীদের হত্যার নির্দেশ দেন। বলেন- তাদের মধ্যে বামপন্থিদের কোনো আদর্শ নেই; বরং ডাকাতের মতো লড়াই করছে। এ ঘটনায়, তীব্র উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির আশঙ্কা-মাদকবিরোধী অভিযানের মতোই সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে ফিলিপাইনে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply