অবশেষে টিকা পেলেন ‘জীবিত হয়েও মৃত’ সেই স্কুলশিক্ষক

|

লালমনিরহাট প্রতিনিধি:

অবশেষে করোনার টিকা পেলেন জীবিত থেকেও কাগজে-কলমে মৃত লালমনিরহাটের সেই স্কুলশিক্ষক লক্ষ্মীকান্ত রায়। শনিবার দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালে অস্থায়ী করোনার টিকা ক্যাম্পে তাকে টিকা দেয়া হয়।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন তার জাতীয় পরিচয়পত্র সক্রিয় করে দেয় এবং তিনি করোনা টিকার নিবন্ধন করে। এ নিয়ে গত ২ মার্চ যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারিত হয়।

২০১৫ সালে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কাকেয়া টেপা গ্রামের প্রতিবেশী মনমোহন রায় জমিজমা নিয়ে বিবাদের জেরে আবেদন করেন-লক্ষ্মীকান্ত মারা গেছেন। সেই আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন তার জাতীয় পরিচয় পত্র অকার্যকর করে দেয়। এরপর থেকে এনআইডি কাজ করছিল না।

এবার করোনা টিকার নিবন্ধন করতে গিয়ে লক্ষ্মীকান্ত বিষয়টি জানতে পারেন। পরে উপজেলা নির্বাচন কার্যালয়ে পুনরায় সক্রিয় করণের আবেদন করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply