‘গণতন্ত্রকে নির্বাসিত করে যারা ক্ষমতা চিরস্থায়ী করতে চায় তাদের পরিণতি মানুষ জানতে পারবে’

|

'গণতন্ত্রকে নির্বাসিত করে যারা ক্ষমতা চিরস্থায়ী করতে চায় তাদের পরিণতি মানুষ জানতে পারবে'

যারা গণতন্ত্রকে নির্বাসিত করে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায় তাদের পরিণতি দেশের মানুষ জানতে পারবে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার সকালে লেখক মুশতাক আহমেদ ও সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের মৃত্যুর প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বলেন, জনগণের গণতন্ত্র একদিন ফিরে আসবে। কোন তন্ত্রমন্ত্র দিয়ে গণতন্ত্রকে আটকানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, মানুষের কথা বলা বন্ধ করতেই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। এ সময় নেতাকর্মীদের আরও সাহস সঞ্চয় করে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানান মির্জা আব্বাস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply