রাশিয়ায় শূন্য ডিগ্রি তাপমাত্রায় বিরল প্রদর্শনী!

|

রাশিয়ায় শূন্য ডিগ্রি তাপমাত্রায় বিরল প্রদর্শনী!

বিরল এক শিল্পকর্মের আয়োজন দেখলো রাশিয়ার কারেলিয়া প্রদেশ। পুরু বরফের নীচে, রক্তজমাট ঠাণ্ডা-শীতল পানিতে হচ্ছে চিত্র প্রদর্শনী।

ফেব্রুয়ারির শেষ নাগাদ অভাবনীয় এই উদ্যোগ নেন ফটোগ্রাফার ভিক্টর লিয়াগুশকিন এবং শিল্পি ডেনিস লোটারেভ। তাদের তোলা ছবি, আঁকা চিত্রকর্ম ও ভাস্কর্য্য নামান বরফে পরিণত হওয়া সমুদ্রের পানিতে। হিমাঙ্গের নীচে শূণ্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়; বিশেষ ডাইভিং স্যুট পড়েই দেখতে হবে এ আয়োজন। মূলত জলবায়ু পরিবর্তনের কারণে জীববৈচিত্র্য যে হুমকির মুখে সেটা বোঝাতেই তাদের এ বিচিত্র পদক্ষেপ।

যদিও, ২০১৯ সালেও এমন আয়োজন রেখেছিলেন এ শিল্পিরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply