কয়েক দফা ভূমিকম্পের পর সুনামি সর্তকতা জোরদার করলো নিউজিল্যান্ড

|

কয়েক দফা ভূমিকম্পের পর, সুনামি সর্তকতা জোরদার করলো নিউজিল্যান্ড। শুক্রবার, দেশটির জাতীয় জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জারি করে এ সতর্কবার্তা।

দাবি- পূর্ব উপকূলে স্বাভাবিকের চেয়ে ১০ ফুট উচু জলোচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া, মধ্য আমেরিকার দেশ- পেরু, ইকুয়েডর ও চিলির সমুদ্রেও ৩ ফুটের ওপর ছিলো সমুদ্রের ঢেউ। স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় সবচেয়ে শক্তিশালী ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়। যার উৎপত্তিস্থল ছিলো নিউজিল্যান্ডের মূল ভূখণ্ড থেকে ৬২১ মাইল দূরের কারমাদেক দ্বীপে।

এরপরই, দু’দফা আফটারশক অনুভব করেন অধিবাসীরা। সেগুলোর মাত্রাও ছিলো ৭ মাত্রার ওপর। এরইমাঝে, উপকূলীয় বাসিন্দারা সরে আসছেন নিরাপদ আশ্রয়ে। নাবিক-জেলেদেরও উপকূলে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। মাত্র গেলো সপ্তাহে, ক্রাইস্টচার্চের শক্তিশালী ভূমিকম্পের ১০ বছর স্মরণ করলো নিউজিল্যান্ড; তাতে মারা গেছে ১৮৫ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply