এক ওভারে ৬ ছক্কার রেকর্ড গড়লেন উইন্ডিজ ব্যাটার পোলার্ড

|

উইন্ডিজের ক্যাপটেন কাইরন পোলার্ড রেকর্ড গড়েছেন লঙ্কার বিপক্ষে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে এক ওভারে হাঁকিয়েছেন ৬ ছক্কা। ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে এই রেকর্ড গড়লেন তিনি।

উইন্ডিজের ইনিংসের চতুর্থ ওভারে লঙ্কান বোলার অকিলা ধনঞ্জয়া করেছেন হ্যাটর্ট্রিক। পরপর তিন বলে ফিরিয়েছেন উইন্ডিজের তিন ব্যাটারকে। উইন্ডিজের ইনিংসের চতুর্থ ওভারে এভিন লুইস, ক্রিস গেইল ও নিকোলাস পুরানকে শিকার করেন তিনি। এর পরেই সেই হ্যাটট্রিকের প্রতিশোধ তোলের কাইরন পোলার্ড। নিজেদের ইনিংসের ছষ্ঠ ওভারে হ্যাটট্রিক করা বোলার ধনঞ্জয়াকেই পিটিয়ে ছাতু বানান পোলার্ড।

এর আগে ভারতের যুবরাজ সিং প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারের ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন। তারপরে এক যুগের বেশি অপেক্ষা করতে হলো আন্তর্জাতিক ক্রিকেটে এই রেকর্ড দেখার জন্য। সেই সাথে স্টুয়ার্ট ব্রডের পরে দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছয় ছক্কা হজম করার তিক্ত অভিজ্ঞতা হলো ধনঞ্জয়ার। এই ম্যাচে পোলার্ড আউট হয়েছিলেন ১১ বলে ৩৮ রান করে।

টি-টোয়েন্টিতে দ্বিতীয় হলেও, আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয়বারের মতো এমন ঘটনা ঘটলো। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম এই কীর্তি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হার্শেল গিবস। এছাড়া স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে পঞ্চমবারের মতো ছয় ছক্কার রেকর্ড হলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply