ব্যাট বল হাতে মাঠে অনুশীলন করলেন টাইগাররা

|

টেস্ট ও টি-টোয়িন্টি সিরিজে খেলতে নিউজিল্যান্ডে পৌঁছানোর পর থেকেই হোটেলে রুম বন্দি ছিলো টাইগাররা। রুমের ভিতরই এতদিন ফিজিক্যাল এক্সারসাইজ করেছেন দলের খেলোয়াড়রা। চতুর্থ দিন থেকে ৩০ মিনিটের জন্য খোলা আকাশের নিচে সময় কাটিয়েছে বাংলাদেশ দল। এর পরে হোটেলের জিমে ফিজিক্যাল ট্রেনিংয়ের সুযোগ পেয়েছিলো বাংলাদেশ। তৃতীয় দফায় করোনা টেস্টের ফল নেগেটিভ আসায় আজ থেকে ব্যাটে বলে অনুশীলনের সুযোগ পেয়েছে টিম টাইগার্স।

নিউজিল্যান্ডের লিংকন গ্রাউন্ডে শুরুতে হালকা জগিং ও স্ট্রেচিং করে ফিল্ডিং প্র্যাকটিস শুরু করে টাইগাররা। এরপর কিছু সময় শর্ট ক্যাচিং প্র্যাকটিস করে নেটে চলে যান ব্যাটার ও বোলাররা।

ছোট ছোট গ্রুপ করে দলের সব খেলোয়াড়ই এদিন নেট প্র্যাকটিস করেছেন। অনেকদিন পর ব্যাটাররা নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন বোলাররাও সুযোগ পেয়েছেন তাদের লাইন লেন্থ ঠিক করারা সুযোগ।

নিউজিল্যান্ডে করোনার কঠোর নিয়ম নীতি মেনে চলতে হচ্ছে। আজ নবম দিন চলছে কোয়ারেনটাইনের। ১৪ দিন পর থেকে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বাংলাদেশের খেলোয়াড়রা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply