মিয়ানমারে জান্তার আগ্রাসনে একদিনেই ৩৮ মৃত্যু

|

মিয়ানমারে জান্তার আগ্রাসনে একদিনেই ৩৮ মৃত্যু

সেনা অভ্যুত্থানের পর সবচেয়ে রক্তক্ষয়ী দিন দেখলো মিয়ানমার। শুধু বুধবারই, নিরাপত্তা বাহিনীর আগ্রাসনে প্রাণ গেছে অন্তত ৩৮ গণতন্ত্রপন্থির।

নিহতদের তালিকায় রয়েছে দুই কিশোরও; আহত শতাধিক। জান্তার ভয়ভীতি উপেক্ষা করে বুধবারও রাজপথে নামেন হাজার-হাজার মানুষ। বিক্ষোভকারীদের অন্ত্যিষ্টিক্রিয়ার পাশাপাশি তারা সেনা বিরোধী শ্লোগান দেন। ছিলো সু চি’সহ সব রাজবন্দিদের মুক্তির জোরালো দাবি।

এদিকে বিক্ষোভ দমনে টিয়ারগ্যাস-জলকামান ব্যবহারের অজুহাতে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে নিরাপত্তা সদস্যরা। এরফলে অভ্যুত্থানের পর এখন পর্যন্ত প্রাণ হারালেন কমপক্ষে ৫০ সাধারণ মানুষ।

দি অ্যাসিসটেন্স এসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজোনার্সের তথ্য অনুসারে, ধরপাকড়ের শিকার হয়েছেন দেড় হাজারের বেশি। উদ্বেগজনক ঘটনায়, জাতিসংঘ থেকে ধর্মগুরু সবাই হতবাক। ইঙ্গিত- খুব শিগগিরই মিয়ানমারের সেনা সরকারের বিরুদ্ধে আসতে যাচ্ছে আরও কঠোর পদক্ষেপ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply