মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বিরুদ্ধে আরও ২ মামলা

|

মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বিরুদ্ধে আরও ২ মামলা

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদে এখনও উত্তাল রাজপথ। গেলো কয়েকদিনের মতো বুধবারও দিনের শুরুতেই নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের।

সকাল থেকেই রাজধানী নেইপিদো, ইয়াঙ্গুনসহ বিভিন্ন শহরে রাজপথে নেমে আসে বিক্ষোভকারীরা। বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনীর বাঁধার মুখে পড়ে তারা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে রাজধানীতে টিয়ার গ্যাস ছুড়ে পুলিশ। মঙ্গলবারও গভীর রাত অব্দি চলে ধরপাকড়।

এদিকে, দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনসহ আরও দু’টি অভিযোগ গঠন করা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর আটক করা হয় তাকে।

এ পরিস্থিতিতে জান্তা প্রতিনিধিদের সাথে মঙ্গলবার বৈঠক করেছেন আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। মিয়ানমারে সহিংসতা বন্ধে সামরিক সরকারের প্রতি আহ্বান জানান তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply