আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ, গোলাগুলিতে আহত ৫

|

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ার ভাদাইলে ওয়ার্ড মেম্বারের লোকজনের সাথে যুবলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে আহত অন্তত ৫ জন।

ঘটনার সময় গোলাগুলির কারণে থমথমে রয়েছে এলাকার পরিস্থিতি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

জানা যায়, ঝুট ব্যবসা নিয়ে বেশ কিছুদিন ধরেই আশুলিয়ায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলছিলো। সকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

স্থানীয়রা জানায়, ইপিজেড এলাকার একটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে থানা যুবলীগের সভাপতি কবির হোসেনের সাথে দ্বন্দ্ব চলছিল ওয়ার্ড মেম্বারের ছেলে মনির হোসেনের। এ নিয়েই সংঘাতের সূত্রপাত। সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায়।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করেছেন যুবলীগ নেতা কবির হোসেন ও স্থানীয় ওয়ার্ড মেম্বারের ছেলে মনির হোসেন। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি পুলিশ কর্মকর্তারা। সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply