করোনার নতুন বৈশিষ্ট্যের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মহামারির ধাক্কায় পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র

|

নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ৪র্থ দফায় মহামারির ধাক্কায় পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার এমনই আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন রোগ নিয়ন্ত্রক ও প্রতিরোধ সেন্টার- সিডিসি।

কেন্দ্রটির পরিচালক ডক্টর রোসেল ওয়ালেনেস্কি জানান, গেলো সপ্তাহে গড়ে প্রতিদিন ৭০ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিন। অন্যদিকে, গড় মৃত্যু ছিলো দু’হাজারের মতো। তার আশঙ্কা, ব্রিটেনে শনাক্ত হওয়া B117 ভাইরাসটি চলতি মাসে বাড়াবে করোনার বিস্তার।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি অনুযায়ী- গেলো দেড় মাসের তুলনায় চলতি সপ্তাহে বহুগুণে বেড়েছে করোনার সংক্রমণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহা-পরিচালক তেদ্রোস আধানম বলেন, গেলো ৭ সপ্তাহের মধ্যে কোভিড-১৯ এর বিস্তার ছিলো সবচেয়ে ঊর্ধ্বমুখী। আমেরিকা-ইউরোপ-দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব ভূমধ্যসাগরের ৬টি এলাকায় দেখা দিয়েছে নতুনভাবে সংক্রমণ। এর মাধ্যমে চতুর্থদফা মহামারির পথে এগোচ্ছে বিশ্ব। এখনই পূর্ণাঙ্গভাবে টিকাদান কর্মসূচি শুরু না করতে পারলে বাড়তে পারে ভয়াবহতা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply