ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার

|

ফেব্রুয়ারিতে প্রবাসীরা ১৭৮ কোটি ডলার পাঠিয়েছে। এতে গেলো বছরের একই সময়ের চেয়ে আয় বেড়েছে ২৩ ভাগ। ২০২০ এ আলোচ্য সময়ে আয় ছিলো ১৪৫ কোটি মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। জানুয়ারি মাসে প্রবাসীরা ১৯৬ কোটি ডলারের আয় পাঠিয়েছিলো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬ হাজার ৬৬০ কোটি টাকা। আর গেলো মাসে এই আয় দাঁড়িয়েছে ১৫ হাজার ১৩০ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংক বলছে, করোনার মধ্যে যোগাযোগ অনেকটাই সীমিত হয়ে পড়েছে। তাই অবৈধ পথে দেশে টাকা আসা প্রায় বন্ধ হয়ে গেছে। বাংলাদেশিরা অবস্থান করেন এমন অনেক দেশে করোনার কারণে বিশেষ ভাতাও দেওয়া হচ্ছে। এ কারণে বেড়েছে প্রবাসী আয়।

এদিকে, এই আয়ের কারণে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে হয়েছে ৪ হাজার ৪১২ কোটি ডলার।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply