সিরিয়ায় গেলো ১০ বছরের সংঘাতে নিখোঁজ রয়েছে হাজার হাজার মানুষ

|

সিরিয়ায় গেলো ১০ বছরের সংঘাতে এখনও নিখোঁজ রয়েছে হাজার হাজার মানুষ। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ।

সংস্থাটির অনুসন্ধানী দল বলছে, সংঘাতপূর্ণ এলাকার বহু মানুষকে কারাগারে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। সংগঠিত হয়েছে যুদ্ধাপরাধ।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বয়সে তরুণ ও শিশুরা যৌন নির্যাতনেরও শিকার হয়েছে। আড়াই হাজারের বেশি মানুষের সাক্ষাৎকার নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। শুধু সশস্ত্র গোষ্ঠী আর বেসামরিক নাগরিকই নয়, নির্যাতনের তালিকায় রয়েছে বহু বিরোধী রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং মানবাধিকার কর্মী।

সিরিয়ায় ২০১১ সালের মার্চে সরকার বিরোধী আন্দোলনে হামলার মাধ্যমে শুরু হয় সংঘাত। এ পর্যন্ত প্রাণ গেছে ৩ লাখ ৮০ হাজার মানুষের। গৃহহীন হয়েছে ৬০ লাখ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply