করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়ার পর হাসপাতালে ভর্তির সংখ্যা কমেছে ৮০ শতাংশ

|

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কিংবা ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়ার পর হাসপাতালে ভর্তির সংখ্যা কমেছে ৮০ শতাংশ মানুষের; যাদের বয়স ৮০ বছর বা তার বেশি। যুক্তরাজ্যে চালানো এক গবেষণার ভিত্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ গবেষকরা বলছেন, করোনায় আক্রান্ত হয়ে যাদের হাসপাতালে চিকিৎসা নেয়ার প্রয়োজন ছিলো ভ্যাকসিনের কারণে সেই সংখ্যা কমে এসেছে। পুরোপুরি সুরক্ষার জন্য দ্বিতীয় ডোজ দেয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সোমবার ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানান, সম্প্রতি ভ্যাকসিন গ্রহণ করা ব্যক্তিদের ওপর যে গবেষণা চালানো হয়েছে তার ফল খুবই ভালো। এছাড়া আগামী কয়েক মাসের মধ্যে গোটা বিশ্বেই একটা আশানুরূপ প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply