আল জাজিরার রিপোর্ট-লেখক মুশতাকের বিষয়ে কোন প্রশ্নই তোলেনি মার্কিন প্রশাসন: পররাষ্ট্রমন্ত্রী

|

ফাইল ছবি।

আল জাজিরার রিপোর্ট এবং কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর ঘটনায় জাতিসংঘ কিংবা মার্কিন প্রশাসন কোন প্রশ্ন তোলেনি বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

ছয় দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের কারাগারেও বহু মানুষ মারা যায়, কিন্তু তারা উদ্বেগ প্রকাশ করে না। কেবল বাংলাদেশে কিছু হলেই উদ্বেগ প্রকাশ করে।

তিনি বলেন, নতুন মার্কিন প্রশাসন বাংলাদেশ ইস্যুতে যথেষ্ট ভাল ধারণা পোষণ করে। তিনি বলেন, মিয়ানমারে সেনা অভ্যুত্থান নিয়ে যুক্তরাষ্ট্রও উদ্বিগ্ন। তারা বাংলাদেশের অবস্থান জেনেছে এবং তারাও বাংলাদেশের মতো রোহিঙ্গা প্রত্যাবাসন চায়।

মন্ত্রী জানান, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনতে সহযোগিতার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এছাড়া কোভিড মোকাবেলায় অভূতপূর্ব সাফল্য ও উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় বাংলাদেশের প্রশংসা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply