স্কুল-কলেজের শিক্ষকদের করোনা টিকা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

|

সরকারি-বেসরকারি স্কুল-কলেজ (এমপিও-নন এমপিও) শিক্ষকদের করোনার টিকা নিতে শিক্ষা মন্ত্রণালয় জরুরি নির্দেশনা জারি করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে টিকা গ্রহণের এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পূর্বেই দেশের সকল এমপিওভুক্ত ও নন এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের করোনা টিকা প্রদানের জন্য সরকার কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ৪০ বছর বা তদূর্ধ্ব বয়সী শিক্ষক-কর্মচারীদের www.surokkha.gov.bd ঠিকানায় গিয়ে টিকা গ্রহণের জন্য নিবন্ধন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাদের বয়স চল্লিশের নিচে তাদের তালিকা করে স্বাস্থ্য অধিদফতরে সফটকপি প্রেরণ করতে হবে। স্বাস্থ্য অধিদফতর কর্তৃক তাদের নিবন্ধন অপশন নিশ্চিত করার পর তাদেরকেও নিবন্ধন করে ভ্যাকসিন গ্রহণ করতে হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply