ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণহানি কমপক্ষে ১৫

|

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারালেন কমপক্ষে ১৫ অভিবাসনপ্রত্যাশী। রোববার নারী
ও শিশুসহ উদ্ধার করা হয় আরও ৯৫ জনকে।

অভিবাসী বিষয়ক আন্তর্জাতিক সংস্থা- IOM’র তথ্য অনুসারে, রাবারের নৌকায় ইউরোপে প্রবেশের চেষ্টা করছিলেন অভিবাসনপ্রার্থীরা। যানটিতে ছিলেন ১১০ জন। তারা শুক্রবার লিবিয়ার সমুদ্র উপকূলীয় শহর জাভিয়া থেকে রওনা দেন। মাঝপথে ইঞ্জিনের বিস্ফোরণে হয় নৌকাডুবি।

এদিকে, জীবিত উদ্ধার অনেকেই সেই দুর্ঘটনায় গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। ঠাণ্ডায় কয়েকজনের শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গেলো সপ্তাহেই ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারায় কমপক্ষে ৪১ অভিবাসনপ্রার্থী।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply