নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নেই: ট্রাম্প

|

নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নেই ডোনাল্ড ট্রাম্পের। কারণ এতে বিভক্ত হয়ে যাবে রিপাবলিকানদের ভোট। ফ্লোরিডায় কনজারভেটিভ সম্মেলনে দেয়া ভাষণে এসব বলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দেয়া ভাষণে আবারও ইঙ্গিত দেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার। রিপাবলিকান পার্টিকে ঐক্যবদ্ধ ও আরও শক্তিশালী করে তোলার প্রত্যয় জানান ট্রাম্প।

বক্তব্যে জো বাইডেনের কড়া সমালোচনাও করেন। বলেন, আমেরিকা ফার্স্ট এর বদলে আমেরিকা লাস্ট নীতিতে চলছে মার্কিন প্রশাসন। নভেম্বরের নির্বাচন নিয়ে জালিয়াতির অভিযোগও তোলেন আবার।

ট্রাম্প বলেন, আজ আমরা দল ও দেশের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে একত্রিত হয়েছি। রিপাবলিকান পার্টিকে আগের যেকোনো সময়ের চেয়ে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করে গড়ে তুলবো। কে জানে, হয়তো তৃতীয়বারের মতো তাদের হারানোর সিদ্ধান্ত নিতে পারি। আগেই জানতাম, বাইডেন প্রশাসন ভালো হবে না, তবে এতটা নিকৃষ্ট হবে কেউ ধারণা করতেও পারেনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply