কঙ্গোর উদ্দেশে যাত্রা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ২০৫ সদস্য

|

জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের ডিআর কঙ্গোর উদ্দেশে যাত্রা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ২০৫ জনের একটি দল। রাতে বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন তারা।

বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে করে শান্তিরক্ষীরা প্রথমবারের মত যাত্রা করলো। ২১ মার্চ, ৯ ও ২৬ এপ্রিল, ১৪ ও ৩১ মে বাংলাদেশ বিমানের ৫টি ফ্লাইটে ১ হাজার ৪৪ জন শান্তিরক্ষী বাংলাদেশ থেকে ডিআর কঙ্গোর উদ্দেশে যাত্রা করবে।

বাংলাদেশ থেকে জাতিসংঘের শান্তিরক্ষী হিসাবে ৬২টি শান্তিরক্ষী মিশনে মোট ১ লাখ ৪১ হাজার ৬০৫ সেনা সদস্য দায়িত্ব পালন করেছে বলে জানিয়েছে আইএসপিআর। বাংলাদেশ থেকে শান্তিরক্ষী হিসাবে বিদেশি বিমান সংস্থার পরিবর্তে এখন থেকে বাংলাদেশ বিমানে গমনাগমন করবে বলেও জানিয়েছে আইএসপিআর।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply