যুক্তরাষ্ট্র-ইইউ প্রতিনিধিদের সাথে পরমাণু চুক্তি নিয়ে বৈঠকের সম্ভাবনা নাকচ করেছে ইরান

|

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় প্রতিনিধিদের সাথে পরমাণু চুক্তি নিয়ে অনানুষ্ঠানিক বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছে ইরান। মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া আলোচনা নয়, এমন শর্ত জুড়ে দিয়েছে তেহরান।

এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আলোচনার জন্য উপযুক্ত সময় নয় এখন।

তবে ইরানের অবস্থানে হতাশা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ওয়াশিংটন। পরমাণু চুক্তিতে অংশগ্রহণকারী বাকি দেশগুলোর সাথে আলোচনা চলবে বলেও জানায় হোয়াইট হাউজ।

সম্প্রতি ইরান-যুক্তরাষ্ট্র বিবাদ নিরসনে মধ্যস্থতার চেষ্টা করে ইউরোপীয় ইউনিয়ন।দু’দেশের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠকের প্রস্তাব দেয় ইইউ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply