বেগম পাড়ায় অর্থ পাচারকারীদের তালিকা সাবমিট করা যাচ্ছে না: অ্যাটর্নি জেনারেল

|

আইনি বাধ্যবাধকতার কারণে কানাডার বেগম পাড়ায় অর্থ পাচারকারীদের তালিকা পাবলিক কোর্টে সাবমিট করা যাচ্ছে না। এমন তথ্য আদালতকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

কানাডার বেগম পাড়াসহ বিভিন্ন রাষ্ট্রে অর্থপাচারের তথ্য জানাতে দুদক ও রাষ্ট্রপক্ষের নাম পরিচয় দাখিল করার বিষয়ে হাই কোর্টের শুনানি চলছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দীন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ শুনানি করছেন। শুনানিতে সুইস ব্যাংকে যারা টাকা রেখেছেন তাদের তালিকা এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে, তা জানাতে নির্দেশ দেন আদালত।

এদিকে, ৩০ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। এ সময় অর্থ পাচার তদন্তের জন্য কেন একটি স্পেশাল ইউনিট গঠন করা হবে না, জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply