বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি অনুযায়ী শিক্ষার্থীদের টিকা দেয়া হবে: প্রধানমন্ত্রী

|

ফাইল ছবি।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা কষ্টকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি অনুযায়ী শিক্ষার্থীদের টিকা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ভর্তি সহায়তা, টিউশন ফি ও চিকিৎসা অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। অনুষ্ঠানে ২০২০-২১ অর্থ বছরে ১ কোটি ৬৩ লাখ ৮৮২ জন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর ট্রাস্টের পক্ষ থেকে সহায়তা করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ৩০ মার্চ স্কুল খোলার আগেই শিক্ষক ও কর্মচারীদের করোনার টিকা নিতে হবে। ছাত্র সংখ্যা কেন কমে যাচ্ছে সেটা খতিয়ে দেখার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নশীল দেশের স্বীকৃতি ধরে রাখতে হলে মানবসম্পদের গুরুত্বও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply