সোমবার আদালতে হাজির করা হবে সু চি’কে

|

সোমবার আদালতে হাজির করা হবে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি’কে। ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে সেনা হেফাজতে বন্দি ৭৫ বছর বয়সী এই রাজনীতিক।

সবশেষ প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয় সু চি’র বিরুদ্ধে। সেনাবাহিনীর এ মামলায় ১৬ ফেব্রুয়ারি ভার্চুয়ালি আদালতে হাজিরা দেন সু চি। এর আগে তার বিরুদ্ধে বিদেশ থেকে অবৈধভাবে ছয়টি ওয়াকি-টকি রেডিও আমদানি ও নিজের কাছে রাখার অভিযোগ গঠন করে জান্তা।

২০১৫ সালের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে ক্ষমতায় আসেন শান্তিতে নোবেলজয়ী সু চি। ২০২০ সালের নির্বাচনে কারচুপি করে জেতার অভিযোগে তাকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী।

এদিকে, ২০০৮ সালের সংবিধান অনুযায়ী নতুন নির্বাচনের পরই ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছেন দেশটির সেনাপ্রধান মিন অং লাইং। যদিও নির্বাচনের তারিখ ঘোষণা করেননি মিন অং লাইং।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply