ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে কাল থেকে মাঠে গড়াবে অনুর্ধ্ব ১৫ ডেভলোপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট

|

ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে রোববার থেকে মাঠে গড়াচ্ছে অনুর্ধ্ব ১৫ ডেভলোপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট। সারা বাংলাদেশের জেলা পর্যায়ের খেলা শেষে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে বিভাগীয় দল গুলো নিয়ে। এই টুর্নামেন্ট থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের দীর্ঘ মেয়াদে প্রশিক্ষনের ব্যবস্থা করবে ক্রীড়া পরিদপ্তর।

এছাড়াও, এসব প্রতিভাবান ফুটবলারদের উন্নত প্রশিক্ষন দিয়ে দেশের ক্লাব ফুটবলের জন্য প্রস্তুত করবে ক্রীড়া পরিদপ্তর।

গেলো আসরের চার প্রতিভাবন ফুটবলারকে উন্নত প্রশিক্ষনের জন্য ব্রাজিল পাঠিয়েছেলি তারা।
এবারের টুর্নামেন্ট থেকেও সেরা ৪০ জন খেলোয়াড় বাছাই করে তাদের দীর্ঘ মেয়াদে প্রশিক্ষনের ব্যবস্থা করবে ক্রীড়া পরিদপ্তর। এদের মধ্যে সবচাইতে বেশি প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষনের জন্য পাঠানো হবে দেশের বাইরে।

সোমবার সকালে এই টুর্নামেন্টের উদ্বোধন করা করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply