জান্তাবিরোধী পদক্ষেপ নিতে জাতিসংঘকে মিয়ানমার দূতের আহ্বান

|

মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান

মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত।

জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও মোয়ে তুন দেশটির জনগণের সুরক্ষা ও নিরাপত্তায় দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান জানান। এর পাশাপাশি মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রকে অভ্যুত্থানের নিন্দা জানিয়ে প্রকাশ্যে বিবৃতিতে দওয়ার তাগিদ দেন তিনি। বলেন, মিয়ানমারের জান্তা সরকারকে স্বীকৃতি দেয়া বন্ধ করতে হবে। এছাড়া তাদের সহায়তা না করতেও সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান কিয়াও মোয়ে তুন।

মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও মোয়ে তুন জানান, আমার আহ্বান সামরিক জান্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। এর পাশাপাশি মিয়ানমারের জনগণের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করুন। অবিলম্বে সেনা অভ্যুত্থান থামাতে, জনগণের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা ফেরাতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপ প্রয়োজন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply