ধর্মীয় উগ্রপন্থিদের সন্ধানে ২৬টি এলাকায় চিরুনি অভিযান চালালো জার্মানী

|

ধর্মীয় উগ্রপন্থিদের সন্ধানে ২৬টি এলাকায় চিরুনি অভিযান চালালো জার্মানী

ধর্মীয় উগ্রপন্থিদের সন্ধানে রাজধানী বার্লিন ও ব্র্যান্ডেনবার্গের আশপাশের ২৬টি এলাকায় চিরুনি অভিযান চালালো জার্মান নিরাপত্তা বাহিনী।

সাড়ে ৮শ’ পুলিশ এবং সোয়াট টিম নিযুক্ত ছিলেন অভিযানে। কট্টরপন্থি হিসেবে পরিচিত ‘জামা-তু-বার্লিন’- এর সদস্যদের সন্ধানে বিভিন্ন এপার্টমেন্ট, ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে চলে সাঁড়াশি অভিযান। অবশ্য, কোন গ্রেফতারের তথ্য জানানো হয়নি।

কর্তৃপক্ষের অভিযোগ, দলটি আইএস মতাদর্শে বিশ্বাসী। ইহুদি-বিরোধী এবং সশস্ত্র জিহাদ বা সন্ত্রাসী হামলার জন্য সাধারণ মানুষের মগজ ধোলাই করে থাকে তারা। নারী ও পুরুষদের পৃথক দুটি দল ছুটির দিনগুলোতে পার্ক বা গোপন আড্ডায় কট্টরপন্থি মতাদর্শ প্রচার করে এমনটাই অভিযোগ জার্মান গোয়েন্দাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply