লেখক মুশতাকের মৃত্যু: শাহবাগের অবরোধ প্রত্যাহার বিক্ষোভকারীদের; সোমবার নতুন কর্মসূচি

|

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগ ও টিএসসিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতারা। এক পর্যায়ে সড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। দেড় ঘণ্টা পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীরা বলেন, লেখক মুশতাককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সরকারের সমালোচনা সহ্য করার ক্ষমতা নেই বলেই এমন ন্যাক্ক্যারজনক ঘটনা। এই মৃত্যুর দায় সরকারকে বহন করতে হবে।

এসময় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও এই আইনে আটক কার্টুনিস্ট কিশোরের মুক্তির দাবি জানান তারা। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও ও সন্ধ্যায় মশাল মিছিলের ঘোষণা দিয়ে কর্মসূচি শেষ হয়। বিকেলে আরেকটি সংগঠনের পক্ষ থেকে মোশতাক আহমদের গায়েবানা জানাজা ও বিক্ষোভ হওয়ার কথা রয়েছে।

লেখক মুশতাক আহমেদ (৫৩) গতকাল বৃহস্পতিবার রাতে মারা যান। তিনি ২০২০ সালের আগস্ট মাস থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দী ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply