সৌদি বাদশাহ সালমানের সাথে ফোনালাপে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট

|

সৌদি বাদশাহ সালমানের সাথে ফোনালাপে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাংবাদিক জামাল খাশোগি হত্যার তদন্ত প্রতিবেদন প্রকাশের আগে সরাসরি কথা বলেন দু’নেতা। যদিও সরাসরি খাশোগির নাম উল্লেখ করেননি বাইডেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউজ জানিয়েছে, সৌদি আরবের সাথে সুসম্পর্ক রাখতে চায় যুক্তরাষ্ট্রের নতুন সরকার। কিন্তু সেজন্য রিয়াদকে মানবাধিকার এবং আইনের শাসন নিশ্চিতে বারবার তাগিদ দিয়েছেন বাইডেন। এসময় সম্প্রতি বেশ ক’জন সৌদি-মার্কিন অধিকার কর্মীর মুক্তির জন্য রিয়াদের প্রশংসা করেন তিনি। ইরানের কারণে সৃষ্ট আঞ্চলিক ঝুঁকি নিয়ে কথা বলেন বাদশাহ সালমান।

আশ্বাস দেন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সর্বোচ্চ তৎপরতার। বিগত ট্রাম্প সরকারের সাথে সৌদি রাজপরিবারের বেশ সুসম্পর্ক থাকলেও, ক্ষমতায় এসেই রিয়াদের সাথে অস্ত্রবাণিজ্য স্থগিত, ইয়েমেন ইস্যুতে জোটকে সহযোগিতা বন্ধসহ বেশ কিছু পদক্ষেপ নেয় বাইডেন প্রশাসন। তখন থেকেই গুঞ্জন রয়েছে, সুনির্দিষ্ট কিছু বিষয়ে সৌদি আরবের প্রতি কঠোর হবে হোয়াইট হাউজ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply