চলতি অর্থবছরে কৃষিঋণ বিতরণ বেড়েছে প্রায় ৮ শতাংশ

|

চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ১৪ হাজার ১৪৮ কোটি টাকার কৃষিঋণ বিতরণ হয়েছে। আগের বছরের একই সময়ের চেয়ে বিতরণ বেড়েছে প্রায় ৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়েছে, জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত কৃষকেরা ঋণ পরিশোধ করেছেন ১৬ হাজার ৫৬ কোটি টাকা। গেলো অর্থবছরের একই সময়ে ঋণ বিতরণ হয়েছিল ১৩ হাজার ১০৪ কোটি টাকা। অর্থাৎ, কৃষক যে পরিমাণ নতুন ঋণ নিচ্ছেন, তার চেয়ে বেশি করে পুরানো ঋণ পরিশোধ করছেন।

এক্ষেত্রে যে ছাড় ছিল, তারা তা গ্রহণ করেননি। প্রণোদনার ঋণ পাওয়ায় তাদের হাতে উদ্বৃত্ত টাকা চলে গেছে। এই সুযোগ পেয়ে অনেক কৃষক ঋণ পরিশোধ করে দিয়েছেন। এর ফলে কৃষি খাতে ঋণ বিতরণের তুলনায় পরিশোধের পরিমাণ বেশি হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply