ক্যাম্পাস ও হল খোলার দাবিতে রাবিতে বিক্ষোভ

|

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হল খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

দাবি আদায়ে শিক্ষার্থীরা রোববার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পিছনের চত্বর থেকে মিছিল শুরু করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। আধাঘণ্টা ধরে উপাচার্যের বাসভবন ঘেরাও করে রাখে। এতে অন্তত ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষার্থীরা জানান, প্রশাসনের কাছে জোর দাবি যেন অতি দ্রুত ক্যাম্পাস ও হল খুলে দেওয়া হয়।

তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। যদি তারা সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে শিক্ষার্থীরা লাগাতার আন্দোলনে যেতে বাধ্য হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply