দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চলে মহড়া চালাচ্ছে চীন

|

দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চলে মহড়া চালাচ্ছে চীন

দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চলে দাপুটে মহড়া চালাচ্ছে চীন। বৈরি আবহাওয়া উপেক্ষা করেও এলাকাগুলোয় অস্ত্র সক্ষমতা প্রদর্শন করছে দেশটির সেনাবাহিনী।

সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, উইঘুর সংখ্যালঘুদের আবাসস্থল জিনজিয়াংয়ে সর্বপ্রথম পাঠানো হয়েছে অত্যাধুনিক ‘টি-ফিফটিন’ ট্যাংকের প্রথম চালান। দাবি- পার্বত্য এলাকায় চলতে সক্ষম যুদ্ধযানের শক্তিমত্তা ধারণার তুলনায় কয়েকগুণ বেশি।

এদিকে তিব্বত এলাকায় মোতায়েন করা হয়েছে আধুনিক প্রযুক্তিসম্পন্ন ‘হারবিন জেড-টোয়েন্টি’ হেলিকপ্টার। মালভূমি থেকে মালপত্র বহনের জন্য ব্যবহৃত হলেও, যুদ্ধক্ষেত্রেও সমান গুরুত্বপূর্ণ এ উড়োযান। অঞ্চলটিতে ‘পিসিএল- ওয়ান এইট ওয়ান-ওয়ান ফিফটি ফাইভ’ মিলিমিটার কামান বিশিষ্ট যুদ্ধযানও মোতায়েন করেছে সেনাবাহিনী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply