নড়াইলে হামলায় আহত ইমামের মৃত্যু

|

নড়াইলের কালিয়ায় দুই পক্ষের সংঘর্ষ ঠেকাতে গিয়ে অস্ত্রের আঘাতে আহত ইমাম
আল-আমিন শেখ (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চারদিন চিকিৎসার
পর শনিবার সকাল ৯টার দিকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান তিনি।

নিহত আল-আমিন কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামের মৃত আবুল শেখের ছেলে।
তিনি মহিষখোলা গ্রামের একটি মসজিদে ইমামতি করতেন। এ ঘটনায় কালিয়া
থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মহিষখোলা গ্রামের দুটি পক্ষের নেতৃত্ব দেন পাচগ্রাম ইউপির চেয়ারম্যান জহুরুল হক ও বাদশা মোল্যা। গত মঙ্গলবার বিকালে (১৬ ফেব্রুয়ারি) মহিষখোল গ্রামের মাহাবুর শেখ ও রিজাউল মোল্যার বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ওই দিন সন্ধ্যায় উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এ সময় স্থানীয় মসজিদের ইমাম আল আমিন (রিজাউল মোল্যার শ্যালক) ঠেকাতে গেলে মাহাবুর শেখের লোকজন তার ওপর হামলা করে। আহত আল-আমিনকে প্রথমে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।

কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া জানান, হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের ধরতে পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply