দরিদ্র ও স্বল্পন্নোত দেশে ভ্যাকসিন সরবরাহে অতিরিক্ত ৭ বিলিয়ন ডলার দেবে জি-সেভেন

|

দরিদ্র ও স্বল্পন্নোত দেশে ভ্যাকসিন সরবরাহে অতিরিক্ত ৭ বিলিয়ন ডলার দেবে জি-সেভেন

বিশ্বের দরিদ্র ও স্বল্পোন্নত দেশগুলোয় কোভিড ভ্যাকসিন সরবরাহে অতিরিক্ত ৭ বিলিয়ন ডলার সহযোগিতার প্রতিশ্রতি দিলো ধনী রাষ্ট্রগুলোর জোট- জি সেভেন।

যারমাঝে ৪ বিলিয়ন ডলারই দিবে যুক্তরাষ্ট্র- এমন প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার দু’ঘণ্টার এ ভার্চুয়াল বৈঠক পরিচালনা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যাতে অংশ নেন সদস্য রাষ্ট্রগুলো ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং ভ্যাকসিন উৎপাদনকারী সংগঠনগুলো।

সেখানে জাতিসংঘ মহাসচিব আবারও জানান- টিকার বণ্টন সুষ্ঠুভাবে হচ্ছে না সারা বিশ্বে। করোনাভাইরাস নির্মূলে প্রয়োজন জরুরি বৈশ্বিক পরিকল্পনা। জাতিসংঘ পরিচালিত ‘কোভ্যাক্স সিস্টেম’কে টিকা সরবরাহের জরুরি নির্দেশ আসে সম্মেলনে।

আফ্রিকার দেশগুলোয় ৬৫ লাখ স্বাস্থ্যকর্মীর জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন এক কোটি ৩০ লাখ ডোজ। ইউরোপে সংরক্ষিত তিন শতাংশের বেশি ভ্যাকসিন সেখানে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply