জাবিতে আক্রমণের শিকার শিক্ষার্থীরা, মাইকিং করে মারধর এলাকাবাসীর

|

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকায় তুচ্ছ ঘটনার (খেলার মাঠের ঘটনা) জের ধরে সাধারণ শিক্ষার্থীদের উপর দেশি ও বিদেশি অস্ত্র দিয়ে সশস্ত্র হামলা করছে এলাকাবাসী।

এখন পর্যন্ত মাথা ফেটে রক্তাক্ত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। মসজিদের মাইক ব্যবহার করে মাইকিং করে স্থানীয় লোক জড়ো করে যাকে পাওয়া যাবে তাকে মারার জন্যে এবং ছাত্র মেসগুলোতে হামলা করার জন্য বলা হচ্ছে। অন্তত একটি ছাত্র মেস ঘেরাও করে রাখা হয়েছে।

শিক্ষার্থীরা জানায়, আমরা ভয়াবহ আতঙ্কিত ও বিপদগ্রস্ত অবস্থায় আছি। যারা এই ব্যাপারে কার্যকরী কোন ভূমিকা রাখতে পারবেন আমরা তাদের সাহায্য কামনা করছি। এই পরিস্থিতিতে আমাদের দ্রুততম সময়ে নিরাপত্তা, আইনি সহায়তা ও আশ্রয়ের প্রয়োজন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন ফিরোজ উল হাসান জানান, গ্রামবাসীর হামলার ঘটনায় অন্তত ৯ শিক্ষার্থী আহত হয়েছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া এই ঘটনায় বেশ কিছু শিক্ষার্থী আটকা পড়ে আছে। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে সেবা দেয়া হচ্ছে। আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে। এই বিষয়ে প্রশাসনের সহযোগিতা চান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply