লুইজিয়ানার ‘ফসে পয়েন্ট’ হ্রদে দেখা গেলো বিরল দৃশ্য

|

লুইজিয়ানার 'ফসে পয়েন্ট' হ্রদে দেখা গেলো বিরল দৃশ্যের

লুইজিয়ানার ‘ফসে পয়েন্ট’ হ্রদে দেখা গেলো বিরল দৃশ্যের। প্রচণ্ড ঠাণ্ডায় বরফে পরিণত হয়েছে সেখানকার গাছগুলো।

প্রলয়ংকারী তুষারঝড়ের কারণে ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা করেছেন রাজ্য গর্ভনর। সুপেয় পানি পাচ্ছেন না ৪৮ হাজারের বেশি বাসিন্দা। সাড়ে ৯ লাখের বেশি মানুষকে অসুস্থতা এড়াতে, পানি ফুটিয়ে পানের নির্দেশ দিয়েছে প্রশাসন।

গেলো ৫ দিন ধরে টেক্সাস’সহ বিভিন্ন রাজ্যের ৩৪ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন। পিচ্ছিল এবং পুরু বরফের কারণে বন্ধ সড়কে যান চলাচলও। আগামী সপ্তাহের শেষ নাগাদ ‘চরম আবহাওয়া’ বিরাজ করবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply