করোনাভাইরাসের কারণে জাপানে আত্মহত্যার হার বেড়েছে ৭০ শতাংশ

|

করোনাভাইরাসের কারণে জাপানে আত্মহত্যার হার বেড়েছে ৭০ শতাংশ। তাতে, উদ্বিগ্ন দেশটির মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা। সাম্প্রতিক জরিপ অনুসারে, ২০১৯ সালের অক্টোবরে দেশটিতে ১৫ শতাংশ ছিলো আত্মহত্যার হার। পরের বছর একই সময়, যা বেড়ে দাঁড়ায় ৭০ শতাংশে।

পরিসংখ্যানে দেখা যায় নারীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি;অন্যদিকে, পুরুষদের ক্ষেত্রে এ সংখ্যা ছিলো ১৫ হাজারের বেশি।
এই সময়ে আত্মহনণের পথ বেছে নিয়েছেন প্রায় ২৫ হাজার মানুষ।

গবেষকরা বলছেন, মহামারির প্রকোপে অর্থনৈতিক সংকটের কারণে মানুষের মধ্যে বেড়েছে হতাশা। ক্ষুদ্র উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের আয় বন্ধ হয়ে যায়। পাশাপাশি, দেশটিতে চাকুরি হারান মধ্যবিত্তদের একাংশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply