সুন্দরবন রক্ষায় কার্যকরী কৌশলপত্র গ্রহণ করা হচ্ছে: পরিবেশ মন্ত্রী

|

সুন্দরবন রক্ষায় কার্যকরী কৌশলপত্র গ্রহণ করা হচ্ছে: পরিবেশ মন্ত্রী

সুন্দরবন সংরক্ষণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে দাবি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিনের। বলেন, সুন্দরবনসহ ঐই অঞ্চলের কৌশলগত পরিবেশ সমীক্ষার কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে দক্ষিণ পশ্চিমাঞ্চল ও সুন্দরবনে কৌশলগত সমীক্ষা বিষয়ে জাতীয় পর্যায়ের অংশীজনদের সাথে মতবিনিময় সভায় এসব বলেন তিনি। জানান, সম্প্রতি সুন্দরবন সুরক্ষা প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে। যার মাধ্যমে বনটিকে রক্ষায় আরও এক ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ। পদ্মাসেতু খুলে দেয়ার পর সুন্দরবনসহ ঐই এলাকার আরও উন্নয়ন হবে বলেও দাবি তার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply