আইইউবির স্প্রিং’২১ সেমিস্টারের অরিয়েন্টেশন অনুষ্ঠিত

|

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) অনলাইনে স্প্রিং ২০২১ সেমিস্টারের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৩ ফেব্রুয়ারি) অনলাইনে এই অরিয়েন্টেশনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আইইউবি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন জীবনের নতুন সুযোগকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার পথে আইইউবিকে বেছে নেওয়ার জন্য অভিভাবক এবং শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান। আইইউবি’র নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি আরও জানান, মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিতে বিভিন্ন অনুষদের এবং শিক্ষকদের মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

একইসাথে, রেজিস্ট্রার জনাব মো. আনোয়ারুল ইসলাম তার বক্তব্যে স্প্রিং ২০২১ সেমিস্টারের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন এবং অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে নতুন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আইইউবি’র নিয়ম-নীতি সম্পর্কে অবহিত করেন। গুগল ক্লাসরুম সহ অনলাইনে পাঠদান বিষয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন আইইউবি’র আইটি বিভাগের প্রধান, জনাব মাহফুজ আহমেদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আইইউবি’র অ্যাডমিশন অ্যান্ড ফিন্যান্সিয়াল এই অফিসের প্রধান এবং উপ-পরিচালক লিমা চৌধুরী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply