ভারতে কৃষক আন্দোলন সমর্থন করে গ্রেফতার ২২ বছর বয়সী তরুণী

|

ভারতে কৃষক আন্দোলন সমর্থন করে গ্রেফতার ২২ বছর বয়সী তরুণী

কৃষক আন্দোলনের সমর্থনে গ্রেটা থুনবার্গের পোস্টকৃত ‘টুলকিট’ শেয়ার মামলায় গ্রেফতারের পর পরিবেশবাদী দিশা রবিকে ৫ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। রোববার ২২ বছর বয়সী এই তরুণীকে আদালতে তোলা হয়।

দিল্লি পুলিশের অভিযোগ, গুগলের ডক ফাইলটির মূল লেখক ও প্রচারক দিশা। যার পেছনে ইন্ধন যোগাচ্ছে পাঞ্জাব ভিত্তিক সশস্ত্র সংগঠন ‘খালিস্তান গ্রুপ’।

পুলিশ জানায়, ঐ টুলকিটে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় লড়াই বাঁধানোর মতো উসকানিমূলক বক্তব্য রয়েছে।

ফেব্রুয়ারির ৪ তারিখ কৃষক আন্দোলন নিয়ে গ্রেটা’র পোস্ট করা টুলকিটের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। বেশ কয়েকজন আইনজীবী ও মানবাধিকারকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ৩টি বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে গেলো চার মাস ধরে উত্তাল ভারত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply