২৩১ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ

|

ঢাকা টেস্টে উইন্ডিজের বিপক্ষে জিততে হলে বাংলাদেশের প্রয়োজন ২৩১ রান। তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৪১ রান নিয়ে দিন শেষ করে উইন্ডিজ। চতুর্থ দিনের প্রথম সেশনেই টাইগার বোলারদের দাপটে মাত্র ১১৭ রানেই অলআউট হয় উইন্ডিজ।

চতুর্থ দিন সকালেই দুই ব্যাটার বোনার ও ওয়ারিকেনকে ফেরান নাঈম হাসান ও রাহি। বোনার ৩৮ রান করলেও ওয়ারিকেন ফেরেন মাত্র ২ রানে। এর পরে আর ক্রিজে দাঁড়াতে পারেনি উইন্ডিজের কোন ব্যাটসম্যান । দলীয় ৬২ রানে আবারও রাহির আঘাতে আউট হয়ে মাঠ ছাড়েন মায়ার্স। ব্যক্তিগত ৬ রানে ফেরেন মায়ার্স।

এর পরেই তাইজুলের ঘূর্ণিতে দিশেহারা হয়ে ওঠে উইন্ডিজ শিবির। একে একে তাইজুল তুলে নেন ব্যাকউড সিলভা ও জোসেফের উইকেট। এই তিন ব্যাটারের মধ্যে সর্বচ্চো ২০ রান করেন সিলভা।

এর পর নাঈম হাসানের শিকারে পরিণত হন ১৪০ কেজি ওজনের কর্নওয়াল। এতেই মাত্র ১১৭ রানে অল আউট হয় উইন্ডিজ। জবাবে ২৩১ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে ৪০৯ রান তোলে উইন্ডিজ। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিলো ২৯৬ রান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply