আরেক দফা বাড়তে পারে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি!

|

ছবি- ইন্টারনেট

করোনায় আরেক দফা শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি বাড়তে পারে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। রোববার শেষ হচ্ছে আগের ঘোষিত ছুটি।

সূত্র জানায়, এই পরিস্থিতিতে শিক্ষার্থীদেরকে ঝুঁকির মধ্যে ফেলা উচিৎ নয়। সে কারণে হয়তো শিক্ষাপ্রতিষ্ঠান এখনই খুলে দেওয়া হচ্ছে না। ছুটি বাড়তে পারে।

সূত্র আরও জানায়, এসএসসি ও এইচএসসি বা পিইসি ও জেএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে আলাদা কোনো পদক্ষেপ থাকছে না। সবার জন্যই একইসময়ে খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান।

এছাড়া তাদের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যে বিশেষায়িত সিলেবাস দেওয়া হয়েছে সেটা অনুযায়ী লেখাপড়া চালিয়ে নেওয়ার পরামর্শ থাকবে। বিষয়টি শিক্ষাপ্রতিষ্ঠানেও জানিয়ে দেওয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply