নারীদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি আরোপ করায় ব্যাপক বিক্ষোভ নেপালে

|

নারীদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি আরোপের ঘটনায় ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়েছে নেপালে। কাঠমান্ডুতে আয়োজিত এই বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ।

নারীদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি আরোপ করে, সম্প্রতি নতুন আইন জারি করা হয় নেপালে। যাতে বলা হয়, ৪০ বছরের কম বয়সী নারীদের বিদেশ যেতে হলে অনুমতি লাগবে পরিবার এবং স্থানীয় সরকারের।

কাঠমান্ডু জানায়, নারী পাচারের ঝুঁকি ঠেকাতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত। বিশেষ করে ভ্রমণ ভিসার ক্ষেত্রে এই আইন কার্যকর হবে। এরপরই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে নেপাল জুড়ে।

এদিকে, নতুন এই আইনকে নারীদের চলাচলের স্বাধীনতায় হস্তক্ষেপের সামিল বলে আখ্যা দিয়েছেন মানবাধিকার কর্মীরা। একে বিতর্কিত ও পশ্চাৎপদ মানসিকতার বহিঃপ্রকাশ আখ্যা দিয়ে আইনটি বাতিলের দাবি জানান তারা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply