‘দেশের মানুষ উন্নত চিকিৎসা না পেলেও জনগণের অর্থ লুটকারীরা ভালো চিকিৎসা পান’

|

দেশের মানুষ উন্নত চিকিৎসা না পেলেও যারা জনগণের অর্থ লুট করে তারা ভালো চিকিৎসা পান বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। বলেন, দেশে গণতন্ত্র নেই বলেই চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা।

শনিবার বিকেলে ধানমন্ডিতে গণস্বাস্থ্য হাসপাতালে এক সংবাদ সম্মেলনে ডা. জাফরুল্লাহ বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থায় তেমন কোনো উন্নয়ন হয়নি। উন্নতমানের আইসিইউ’ও নেই।

সাভারে গণস্বাস্থ্য হাসপাতালে ৫টি আইসিইউ শয্যা স্থাপনের বিষয়ে ডা. জাফরুল্লাহ বলেন, এ আইসিইউ তৈরিতে ৫০ লক্ষ টাকা অনুদান দেন অধ্যাপক নাসরিন বেগম। নাসিরন বেগমের প্রয়াত কন্যা সাবরিনা কামালের নামে আইসিইউয়ের নামকরণ করার কথা জানান গণস্বাস্থ্য কেন্দ্রের এই ট্রাস্টি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply