প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ-সংঘর্ষ

|

প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ-সংঘর্ষ

জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আটক করা হয়েছে কয়েকজনকে।

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের উদ্যোগের প্রতিবাদে আয়োজিত সমাবেশের শেষ দিকে হঠাৎ এ সংঘর্ষ বাধে। পুলিশ ভিআইপি সড়ক ছেড়ে দিতে বললে, বিএনপি নেতাকর্মীদের সাথে কিছুটা বিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যায় পুরো সমাবেশ। দিক-বিদিগ্ব ছুটতে থাকেন নেতাকর্মীরা। এতে বেশ কয়েকজন কর্মী আহতও হন। কয়েকজনকে আটকও করা হয়।

পুলিশের অভিযোগ, কয়েক ঘণ্টা ভিআইপি সড়ক আটকে রেখে সমাবেশ করায় জনভোগান্তি হচ্ছিল। এ কারণে সমাবেশ বন্ধ করতে বললে বিনা উস্কানিতে হামলা চালানো হয়।

অন্যদিকে বিএনপির নেতাদের অভিযোগ, শান্তিপূর্ণ সমাবেশে পুলিশই হামলা চালিয়েছে। বিরোধী কণ্ঠস্বর দমন করতেই এই হামলা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply